পশ্চিমবঙ্গহেডলাইন
হাওড়ায় জোড়া দূর্ঘটনায় মৃত ১, জখম ৬

মনোজ চক্রবর্তী, হাওড়া : বৃহস্পতিবার সকালে হাওড়ার লিলুয়ার জয়পুর বিলের কাছে ৬ নং জাতীয় সড়কের উপর জোড়া পথ দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয় এবং গুরুতর জখম ছয়।
জানা গিয়েছে এদিন ভোরে বালির সি সি আর ব্রীজের কাছে ডানকুনি থেকে কলকাতা আসার পথে দুধ বিক্রেতাদের নিয়ে আসা একটি টাটা ৪০৭ গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলের একজনের মৃত্যু হয় ও আরও ছয় জন জখম হয়।অন্যদিকে এই ঘটনার কিছুপরে একটি চারচাকা এ সি গাড়ি কলকাতা যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।এই ঘটনায় চারজন জখম হয়।জখমদের স্থানীয় ভর্তি করা হয়েছে