পশ্চিমবঙ্গহেডলাইন
পুকুরের জলে পড়ে মৃত্যু হল বছর আটের শিশুর

নিজস্ব সংবাদদাতা দিনহাটা: পুকুরের জলে ডুবে মৃত্যু হল বছর আটের এক শিশুর । বুধবার সকালে দিনহাটা ১ নম্বর ব্লকের বাজেজমা পাখিহাগা এলাকায় ওই ঘটনা ঘটে । ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত ওই শিশুর নাম সুব্রত বর্মন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাড়ির লোকেরা ভিতরে কাজে ব্যস্ত ছিল। সেই সময় সকলের অলক্ষ্যে ওই শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। তাকে কোথাও খুঁজে না পেয়ে ওই পুকুরে খোঁজ করতে থাকে এলাকার বাসিন্দারা। খবর পেয়ে দিনহাটা থেকে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখানে তল্লাশি শুরু করে। বেশ কিছুক্ষন চেষ্টার পর শিশুটি উদ্ধার হলে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।