সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের আকস্মিক মৃত্যু, শোক স্তব্ধ সহকর্মীরা

সাথী প্রামানিক, পুরুলিয়া: সিধো- কানহো- বীরসা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ডঃ বরুণ দাসের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এল জেলার শিক্ষা মহলে। শোক স্তব্ধ হয়ে পড়েন তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। এই অধ্যাপকের বয়স মাত্র ৪২ বছর। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার সুদাম পুকুর পাড় এলাকায় শীতলা মন্দিরের কাছে। তিনি এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বর ও কিছু উপসর্গ নিয়ে বাড়ির কাছাকাছি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। গতকাল রাতে হার্ট অ্যাটাক করে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তাঁর স্ত্রী ও এক ছেলে রয়েছেন।
২০০১ ও ২০০৩ গণিত বিষয়ে স্নাতক (সাম্মানিক) ও স্নাতকোত্তর দুটিতেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হন। ঝাড়গ্রাম রাজ কলেজে কর্মজীবন শুরু হয় তাঁর। তারপর কোচবিহার এ বি এন শীল কলেজে অধ্যাপনা করেন। সেখান থেকে পুরুলিয়ার সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে যোগ দেন।
স্মিতবাক এই অধ্যাপক সকলের প্রিয় ছিলেন। তাঁর অকাল প্রয়াণে জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘের অপূরণীয় ক্ষতি হল বলে জানান সংগঠনের রাজ্য সহ সভাপতি অধ্যাপক গৌতম মুখোপাধ্যায়। তিনি বলেন, “অধ্যাপক ডঃ বরুণ দাসের পরিবারের পাশে সংগঠন সবসময় থাকবে।”