fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

একগুচ্ছ নিয়ম মেনে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বসতে পারে বিধানসভা অধিবেশন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা বিধি মেনে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বসতে পারে বিধানসভা অধিবেশন। নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে অন্তত একবার বিধানসভা অধিবেশন ডাকতে হয়৷ এই পরিস্থিতিতে করোনা বিধি মেনে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে দু’দিনের অধিবেশন বসতে পারে৷ এবিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷

তবে একগুচ্ছ নিয়ম বলবৎ থাকবে। যেমন বিধানসভা কক্ষে প্রবেশ পথে বসানো হতে পারে স্যানেটাইজ প্যানেল৷ হাত ধোয়ার পাশাপাশি অধিবেশন চলাকালীন সময়ে মুখে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হতে পারে৷
গত ১৬ এপ্রিল শেষ হয়েছিল বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন৷ ফলে আগামী ১৬ সেপ্টেম্বর শেষ হচ্ছে বিধানসভা অধিবেশনের ছয় মাসের সময়সীমা৷

আরও পড়ুন: ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য সুখবর, সেপ্টেম্বর থেকে খুলছে পাহাড়ের পর্যটনকেন্দ্রগুলি

এই বিষয় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখনও কিছু চূড়ান্ত হয়নি৷ সংসদীয় বিষয়ক দফতর থেকে দিনক্ষণ এখনও জমা দেওয়া হয়নি৷ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷

Related Articles

Back to top button
Close