প্রেমিকাকে খুন করে খালে ফেলে দেওয়ার অভিযোগ, গ্ৰেফতার প্রেমিক
মিলন পণ্ডা, পূর্ব মেদিনীপুর: অবৈধ সম্পর্কের জেরে এক গৃহবধূকে খুন করে প্রমান লোপাটের জন্য খালে জলে ফেলা দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। কিন্তু শেষ রক্ষা হল না। অবশেষে প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর থানার ধর্মখালী এলাকার। পুলিশ জানিয়েছে মৃত গৃহবধু সোনা দাস (২১)। গৃহবধূর বাড়ি চন্ডীপুর থানার নাটেশ্বর চক এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্ডীপুর নাটেশ্বরচক এলাকায় সোনা সঙ্গে ধর্মখালি বুদ্ধদেব নামে এক ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। শুক্রবার রাতে বুদ্ধদেবের বাড়িতে যায় সোনাদেবী। এরপর দু’জনের মধ্যে বচসা হয় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। এদিন সকালে স্থানীয় একটি খালে বস্তায় মৃতদেহ ভাসতে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে খাল থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পর এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠে।
পুলিশ খাল থেকে মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। মৃত গৃহবধূ পরিবারের সদস্যদের পক্ষ থেকে চন্ডীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বুদ্ধদেবকে গ্রেফতার করে। রবিবার অভিযুক্তকে তমলুক মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
চন্ডীপুর থানার ওসি ইমরান মোল্লা বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খুন করে প্রমাণ লোপাটের জন্য খালে জলে ফেলে দেওয়া হয়েছিল। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।