বন্ধুকে বাড়িতে ডেকে এনে খুনের অভিযোগ, গ্ৰেফতার অভিযুক্ত

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বন্ধুকে বাড়িতে ডেকে এনে খুনের অভিযোগ উঠল অপর এক বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা বেড়ি গোপালপুরে। ঘটনায় অভিযুক্ত বন্ধুকে গ্ৰেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মছলন্দপুর এর বাসিন্দা সৌরভ সাহা তার বন্ধু গাইঘাটা বেড়ি গোপালপুর এর বাসিন্দা রাজু বাছারের বাড়িতে ঘুরতে আসে। বুধবার সকালে রাজুর বাড়ি থেকে সৌরভ সাহার বাবাকে ফোন করে জানানো হয় বেড়ি গোপালপুর আসবার জন্য। সৌরভের বাবা রওনা হলে আবার তাকে ফোনে জানানো হয় সৌরভ আর নেই। সৌরভের পরিবারের পক্ষ থেকে তাদের ছেলে খুন করা হয়েছে বলে রাজু বাছারে বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ পেয়ে রাজু বাছার কে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ।
পুলিশের প্রথামিক আনুমান, সৌরভের সঙ্গে রাজুর স্ত্রীর পুরনো কোন সম্পর্ক ছিল। সেই থেকে এই ঘটনা ঘটেছে। ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।