গৃহবধূকে ধর্ষণের ঘটনার গ্রেফতার অভিযুক্ত, এলাকায় উওেজনা

মিলন পণ্ডা ,পূর্ব মেদিনীপুর: গৃহবধূকে ধর্ষণের ঘটনার উওাল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি। গৃহবধূর অভিযোগে ভিওিতে অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির আলিপুর এলাকায়।তালপাটি উপকুল থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ধৃত শুকদেব দাস। ঘটনার জানাজানি হতেই গোটা গ্রামে ব্যাপক উওেজনা ছড়িয়েছে। অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন এলাকায় বাসিন্দারা।
জানাগেছে, ধর্ষিতা গৃহবধূর স্বামী ভিন রাজ্যের পরিয়ারী শ্রমিক। স্বামী বাইরে থাকার কারণে স্ত্রী বাড়িতে একাই থাকতো। সেই সুযোগের গৃহবধুকে একাধিকবার কুপ্রস্তাব দেয় অভিযুক্ত শুকদেব বলে অভিযোগ। সেই প্রস্তাবের কোন মতেই রাজী হয়নি গৃহবধু। কিন্তু তাতেই থেমে থাকেনি ওই দুর্বৃত্ত। সোমবার সকালে গৃহবধুকে বাড়িতে একা পেয়ে ঢুকে পড়ে শুকদেব বলে অভিযোগ। তারপরে গৃহবধূর মুখে কাপড় চাপা দিয়ে রুমে নিয়ে যায় অভিযুক্ত। একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত শুকদেব বলে অভিযোগ। মঙ্গলবার থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে।ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ধর্ষিতা গৃহবধূর গোপন জবানবন্দি গ্রহন করেন বিচারক।
তালপাটি উপকুল থানার এক পুলিশ অফিসার বলেন অভিযোগে ভিওিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ধৃত শুকদেব বিরুদ্ধে ধর্ষন সহ একাধিক ভারতীয় দণ্ডবিধি ধারায় মামলার রুজু করেছে পুলিশ। ধর্ষিতা গৃহবধূর সরকারী হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে বলে জানাগেছে।