
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ একের পর এক নক্ষত্রপতনে শোকস্তব্ধ শিল্পীমহল। প্রয়াত বাংলা সিনেমাজগতের অন্যতম তারকা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। শিল্পীর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ সাংস্কৃতিক জগৎ।
জানা গিয়েছে, বুধবার রাতে শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি বাড়িতে নিয়ে আসা হয় তাঁকে। সেখানেই শুরু হয় চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হল না। রাত ১ টা নাগাদ প্রয়াত হন তিনি।
একাধিক বাংলা ছবিতে কাজ করেছেন তিনি। ১৯৮৬ সালে তরুণ মজুমদার পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘পথভোলা’ দিয়ে তার বড় পর্দায় পদাপর্ণ। উৎপল দত্ত, সন্ধ্যা রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো খ্যাতনামা শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। বর্তমানে টেলিভিশনে অনেক সিরিয়ালের জনপ্রিয় মুখ ছিলেন তিনি।