fbpx
দেশবিনোদনহেডলাইন

এবার করোনায় আক্রান্ত অভিনেতা কিরণ কুমার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ​এবার মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেতা কিরণ কুমার। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন অভিনেতা নিজে।

 

সূত্রের খবর, কোভিড ১৯-এর উপসর্গ দেখা দেওয়ায় গত ১৪ মে থেকে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। কিরণ কুমারের সঙ্গে তাঁর পরিবারও কোয়ারেন্টাইনে রয়েছেন বলে অভিনেতা জানিয়েছেন। তবে কোভিড উপসর্গ দেখা দেওয়ার পরও জ্বর বা গলা ব্যাথা কোনও উপসর্গই নেই। ফলে বাড়িতে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। করোনা পজিটিভ হওয়ার পর ১০ দিন কেটে গিয়েছে, তাও তাঁর শরীরে কোনও উপসর্গ  নেই বলে জানান কিরণ কুমার।

 

তেজাব থেকে খুদা গাওয়া কিংবা ধড়কন, বলিউডের একাধিক জনপ্রিয় সিনেমায় দাপটে অভিনয় করেন কিরণ কুমার। একাধিক ধারাবাহিকেও দেখা মিলিছে তাঁর। তার ডিটেকটিভ করন ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়েছিল।

Related Articles

Back to top button
Close