অস্ত্রোপচার হবে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ে অবস্থা বিপদমুক্ত নয়। অস্ত্রোপচার হবে অভিনেতার। আগের থেকে শারীরিক অবস্থা ঠিক হলেও স্থিতিশীল অবস্থায় নেই তিনি। উদ্বিগ্ন পরিবার পরিজন থেকে অসংখ্যা ভক্তরা। তবে চিকিৎসকের জানিয়েছেন, শ্বাসনালী কেটে সেখানে একটা টিউব স্থাপন করা হবে যাতে নাক-মুখ দিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়কে আর শ্বাস নিতে না হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সেইভানে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। কিন্তু ৮৫ বছর বয়স্ক অভিনেতার বয়স ভাবিয়ে তুলছে তার পরিবারকে।
আরও পড়ুন: আদালতেও স্বস্তি পেলেন না অর্ণব গোস্বামী
গত ৬ অক্টোবর থেকে কলকাতার বেলভিউ নার্সিং হোমে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মাঝখানে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও তারপর থেকেই ক্রমশ জটিল হতে থাকে তাঁর অবস্থা। অভিনেতার আরোগ্য কামনায় সোশ্যাল মিডিয়া জুড়ে প্রার্থনা সকলের।