কলকাতাগুরুত্বপূর্ণবিনোদনহেডলাইন
করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের টলি পাড়ায় করোনা থাবা। করোনা আক্রান্ত হলেন অপরাজিত আঢ্য। সূত্রের খবর তিনি একা নন তাঁর পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। তবে জানা গিয়েছে যে, অভিনেত্রী এখন ভালো রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। কয়েক দিন আগে জ্বর হয়েছিল তাঁর। এরপর কোভিড টেস্টের সিদ্ধান্ত নেন অপরাজিতা আঢ্য। টেস্টের রিপোর্ট পসিটিভ আসে।
[আরও পড়ুন- সংকট না কাটলেও আগের চেয়ে ভালো আছেন ফেলুদা]
বড় পর্দার অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি ছোটপর্দার বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হচ্ছেন। বর্তমানে প্রত্যেকেই সুস্থ হয়ে ফিরেছেন শুটিংয়ে। কিন্তু করোনাকে জয় করলেও এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর অবস্থা সংকটজনক।