
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: প্রয়াত স্বর্ণযুগের কিংবদন্তী অভিনেতা অশোক কুমারের কন্যা অভিনেতা ভারতী জাফরি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। দীর্ঘরোগ ভোগে ভুগে মঙ্গলবার প্রয়াত হন তিনি। পরিচালক নন্দিতা পুরি একটি ট্যুইট করে এক শোক সংবাদ জানিয়েছেন। নন্দিতা পুরি, “ভারতী জাফরি অত্যন্ত নম্র এবং উষ্ণতাপূর্ণ মানসিকতার মানুষ ছিলেন। অনুরাধা প্যাটেল এবং কনওয়ালজিৎ সিং পারিবারিক বন্ধু হলেও ভারতী দি তাঁর আচরণ দিয়ে আমাদের মুগ্ধ করে দিয়েছিলেন।”
কিংবদন্তি অভিনেতা অশোক কুমার প্রয়াত হয়েছেন আগেই। ২০০১ সালের ১০ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এবার বিদায় নিলেন তাঁর মেয়েও। মঙ্গলবারই চেম্বুর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় ভারতীর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।
হিন্দি ছবি ‘হাজার চুরাশি কি মা’ (১৯৯৮), ‘সাঁস’ (১৯৯৯), ‘দামন: এ ভিকটিম অফ ম্যাটেরিয়াল ভায়োলেন্স’ (২০০১) এর মতো ছবিতে অভিনয় করেছিলেন ভারতী জাফরি।