দেশজুড়ে তীব্র খাদ্যাভাব, মাংস হিসেবে খাওয়ার জন্য দিতে হবে পোষ্য কুকুর! নির্দেশ কিম জনের
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে চলছে তীব্র খাদ্যাভাব, তাই এবার মাংস হিসেবে খাওয়ার জন্য জনসাধারণের যে পোষ্য কুকুর রয়েছে, সেগুলোকেই দিতে হবে, এমনটাই নির্দেশ দিলেন উত্তর কোরিয়ায় শাষক কিম জন উন। যখন এই নির্দেশ দিচ্ছেন কিম জং উন, তখন কারও কোনও প্রতিবাদের ক্ষমতা থাকে না৷ তিনি দেশের একনায়ক৷ তাঁর কথাই উত্তর কোরিয়ার শেষ কথা৷ অতএব বুকে পাথর রেখেও পোষ্যদের তুলে দিতে হবে মাংস রান্নার জন্য!
দেশজুড়ে পোষ্য কুকুর রয়েছে, এমন বাড়ি চিহ্নিত করা হয়েছে৷ সেখান থেকে হয় জোর করে না হয় মালিকদের মতেই পোষ্য কুকুরদের নিয়ে চলে যাচ্ছে প্রসাশন৷ কিছু কুকুরকে চিড়িয়াখানায় পাঠানো হচ্ছে৷ আবার কোনও কোনও পোষ্যকে সোজা ডগ মিট রেস্তোরাঁয় পাঠিয়ে দেওয়া হচ্ছে৷ জুলাই মাসেই এই নির্দেশ আসে এবং তারপর থেকে শুরু হয়েছে ধরপাকড়৷ এমনই খবর আসছে সূত্র মারফৎ৷
উত্তর কোরিয়ায় অর্থনীতি ভেঙে পড়েছে, এমনই মত বিশেষজ্ঞদের৷ এই নিয়ে খুবই আতঙ্কিত সে দেশের নাগরিকরা৷ দেশজুড়ে খাদ্যের হাহাকার দেখা দিতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে৷ এমনই তথ্য সামনে এনেছে নিউ জিল্যান্ড হেরল্ড৷
উল্লেখ্য, সাম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের হিসেব বলছে, উত্তর কোরিয়ায় প্রায় ২৫ কোটি জনসংখ্যার ৬০ শতাংশের জন্য দেশে পর্যাপ্ত খাবার নেই৷ একদিকে বন্যায় ধানের চাষের ব্যাপক ক্ষতি হয়েছে অন্যদিকে করোনার অতিমারীর ফলে খাদ্য সরবরাহে টান পড়েছে৷