
যুগশঙ্খ, ওয়েব ডেস্ক: আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। বাংলা নিয়ে আমি বরাবর আগ্রহী৷ আদানি গ্রুপ আরবসাগরের তীর থেকে ব্যবসা শুরু করেছিল। মহিলা ক্ষমতায়ন বাংলার মতো অন্য রাজ্য কেউ ভাবে না। কন্যাশ্রী যে কারণে এত সফল।
আদানির গোষ্ঠীর কর্ণধার গৌতম শান্তিলাল আদানি রাজ্যে বিনিয়োগে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগের কথা জানালেন। এতে প্রায় ২৫ হাজার কর্ম সংস্থানের সম্ভাবনা কথাও জানালেন তিনি।
মঞ্চে উঠেই তিনি জানান, তাঁকে এই সম্মেলনে আমন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
১০ হাজার কোটি বিনিয়োগ বৃদ্ধি পাবে আমাদের। ২৫ হাজার কর্মসংস্থান হবে।’প্রযুক্তির মাধ্যমে বাংলায় শিল্পের উন্নতিতে অংশ নেবে আদানি গ্রুপ। গৌতম আদানির কথায়, ‘বাংলায় ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ হবে। এতে অন্তত ২৫ হাজার কর্মসংস্থান হবে।’
বাংলা নিয়ে আমি বরাবর আগ্রহী৷ আদানি গ্রুপ আরবসাগরের তীর থেকে ব্যবসা শুরু করেছিল। মহিলা ক্ষমতায়ন বাংলার মতো অন্য রাজ্য কেউ ভাবে না। কন্যাশ্রী যে কারণে এত সফল। তাই ইউনাইটেড নেশনস থেকে পুরষ্কার পেয়েছে৷ সবুজ সাথী ও উৎকর্ষ বাংলায় মানুষ উপকৃত। আদানি গ্রুপ ডেটা সেন্টার, আন্ডার সি কেবল, সেন্টার ফর এক্সেলেন্স, লজিস্টিক পার্ক ও ফরচুন প্রোডাক্ট নিয়ে কাজ করছে।