সাম্প্রদায়িক বিভাজনই লক্ষ্য মিমের: অধীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাম্প্রদায়িক বিভেদ তৈরি করাই মিমের মূল লক্ষ্য। তাই বাংলার মানুষ মিম-কে কখনও স্বাগত জানাবেন না। বৃহস্পতিবার এক সাংবাদিক সন্মেলনে এই ভাশাতেই আসাউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএমের (মিম) বিরুদ্ধে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট বিজেপি-জেডিইউ (এনডিএ) জোটের কাছে আরজেডি-কংরেস-বাম জোটের হারের অন্যতম কারণ সংখ্যালঘু ভোটের বড় অংশের মিমকে সমর্থন করা। সেই মিম এখন পশ্চিমবং বিধানসভা নির্বাচনেও লড়ার প্রস্তুতি নিতে শুরু করেছে, যা স্বাভাবিক ভাবেই চাপ বাড়িয়েছে শাসক-বিরোধী দুই শিবিরেই। সে কারণে আগেভাগেই মিমকে আক্রমণের ঝাঁজ বাড়াতে শুরু করেছে তাঁরা।
আরও পড়ুন: তৃণমূল ছাড়ার হুমকি বিধায়ক রবীন্দ্রনাথের
বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল দেখার পরেই মিমকে ভোট কাটার মেশিন বলে তোপ দেগেছিলেন অধীর চৌধুরী। সতর্ক করেছিলেন ধর্মনিরপেক্ষ সমস্ত দল্কে। এদিন সেই সুরেই মিমের বিরুদ্ধে তোপ দেগে অধীর বলেন, ‘পশ্চিমবঙ্গে মিম আসছে, মিম আসছে বলে একটা হাওয়া তোলা হচ্ছে। কিন্তু মিম এখানে এসে কী করবে? খাবে না পুঁতে দেবে? আসল উদ্দেশ্য হল একটা আতঙ্কের পরিবেশ তৈরী করা। মিমের মূল লক্ষ্যই হল সাম্প্রদায়িক বিভেদ তৈরি করা।’
অধীর বলেন, ‘ঘটনাচক্রে বিহারে জিতে গিয়েছে মানেই যে পশ্চিমবঙ্গেও সফল হবে তেমন নয়। বিহারে মাত্র ৫ লাখ ভোট পেয়েছে। এমন করছে যেন ৫ কোটি ভোট পেয়েছে!’