fbpx
দেশহেডলাইন

পতঞ্জলির করোনা ওষুধ আবিষ্কারের দাবিকে নস্যাৎ করে রামদেবকে চিটিংবাজ তকমা অধীরের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্কঃ মারণ করোনাভাইরাসের প্রতিষেধক তৈরি করতে দিনরাত এক করে পরিশ্রম করে চলেছেন বিজ্ঞানীরা। প্রতিদিনই এই মারণ ভাইরাসের কবলে পড়ে মানুষের মৃত্যু  ঘটছে, বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে যোগগুরু বাবা রামদেব দাবি করেছেন, করোনার ওষুধ আবিষ্কার করে ফেলেছেন তিনি। পতঞ্জলি আয়ুর্বেদের ‘করোনিল’। তাঁর দাবি, এই ওষুধ খেলেই সাত দিনে সারবে করোনা, ১০০ শতাংশ নিশ্চিত। রামদেবের এই দাবি নিয়েই তাঁর তীব্র সমালোচনা করলেন লোকসভায় কংগ্রেস নেতা। মঙ্গলবার অনেক রাতে সটান রামদেবকেই টুইটে অধীরবাবু বলেন, “আপনি সত্যিই একটা চিটিংবাজ বটে। ভোজবাজির মতোই করোনা সারিয়ে দিতে পারেন আপনি!”

 

এই প্রবীণ কংগ্রেস নেতা আরও লিখেছেন, “সরকারের উচিত এই গেরুয়া ভেকধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।” মঙ্গলবার উত্তরাখন্ডের হরিদ্বারে পতঞ্জলির প্রধান ভবনে এদিন সাংবাদিক সম্মেলন এই কথা জানান যোগগুরু। সেখানেই তিনি দাবি করেন, করোনা নিরাময়ে পতঞ্জলির তৈরি আয়ুর্বেদিক ওষুধ ‘করোনিল’ আবিষ্কারের কথা। যোগগুরু রামদেবের দাবি করোনার হাত থেকে মুক্তি পেতে ১০০ শতাংশ কাজ দেবে এই আয়ুর্বেদিক ওষুধ। সাংবাদিক বৈঠকে বাবা রামদেব বলেন, করোনা নিয়ে বিপর্যস্ত গোটা বিশ্বের মানুষ। সকলেই করোনার ওষুধ আবিষ্কারের জন্য দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে। আজ আমাদের বলতে গর্ব হচ্ছে আয়ুর্বেদ সেই কাজ করে দেখাল। মানুষের সেবায় আসবে আয়ুর্বেদ ওষুধ ‘করোনিল’। ইতিমধ্যে ১০০ জন রোগির ওপরে এই ওষুধের প্রয়োগ করা হয়েছে। ওষুধ দেওয়ার তিনদিনের মধ্যে ৬৫ শতাংশের রিপোর্ট নেগেটিভ এসেছে। আর সাতদিনের মধ্যে ১০০ শতাংশ নিরাময় হয়েছে। পর্যাপ্ত গবেষণার মাধ্যমে এই ওষুধ আবিষ্কার হয়েছে। যোগগুরু রামদেব জানিয়েছেন, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে করোনা রোগিকে এই ওষুধ দেওয়া হবে।

Related Articles

Back to top button
Close