শিবপুরে টোল প্লাজায় আটকানো হল অধীর চৌধুরীর গাড়ি, ক্ষুদ্ধ সাংসদ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সাগরদিঘির মহা মিছিল থেকে বহরমপুর ফেরার পথে NH 34 এর উপর শিবপুরে ২০৬ নম্বর টোল প্লাজা তে অধীর চৌধুরীর গাড়ি আটকায় সংশ্লিষ্ট কর্মীরা। অধীর চৌধুরীর গাড়ির উপরে টোল প্লাজার গেটটি হঠাৎ করে ফেলে দিয়ে আধঘন্টা দাঁড় করিয়ে রাখা হয় সাংসদকে।
আরও পড়ুন: ভাঙা খুলি নিয়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে সদ্য পিতৃহারা পর্ণশ্রীর শিশুকন্যা
অভিযোগ, অধীর চৌধুরী সাংসদ হওয়ার সঙ্গে সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা সেই কারণে রাজ্যে তার গাড়ির আগে থাকে একটি পাইলট গাড়ি এবং গাড়ির পিছনে থাকে সিআরপিএফের এস্কর্ট গাড়ি। পাইলট কার টোল প্লাজা কে আগাম খবর দেওয়া সত্বেও প্রথমে ভিআইপি গেটটি অবরুদ্ধ করে রাখা হয়। পরে গাড়িটি ঘুরিয়ে দেওয়া হয় ১২ নম্বর গেটের দিকে। সেখানে নিয়ে যাওয়ার সময় ঘটে বিপত্তি। হঠাৎ করে টোলপ্লাজার কর্মীরা সংসদের উপরে গেটটি ফেলে দেয়। এতে যখন গাড়িতে ক্ষতিগ্রস্ত হয় তেমনই প্রচণ্ড বিরক্ত হন অধীর বাবু নিজেও। সেই সময় কিছুটা দূরে ছিল কংগ্রেস সমর্থকদের গাড়ি। তারা টোলপ্লাজায় এসে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করাতে আধঘন্টা পরে সংশ্লিষ্ট টোল প্লাজার পক্ষ থেকে একজন কর্মী এসে ক্ষমা চান।