
অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: কোনও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সমর্থন যোগ্য। তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি। বুধবার সোশ্যাল মিডিয়াতে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন অধীর। তিনি বলেন, ‘রাজনৈতিক মতভেদ ছিল, আছে, থাকবেও। কিন্তু রাজ্য প্রশাসনের সর্বময় কর্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য কোনওভাবেই বরদাস্ত নয়।’ পাশাপাশি তিনি বিজেপিকে নিশানা করে বলেন, ‘বিজেপি পার্টি ক্ষমা চাও। বাংলায় এসব চলবে না।’
অধীরের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাজার অভিযোগ। অভিযোগ ব্যক্ত করার অধিকারও আছে। কিন্তু কোনও অশালীন মন্তব্য করার অধিকার নেই। তা ভারতীয় সংস্কৃতির অপমানের শামিল বলে মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
উল্লেখ্য, গত রবিবার বিজেপির সর্বভারতীয় সম্পাদকের পদে আসীন অনুপম হাজরা বারুইপুরে দলীয় সভায় যোগ দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করে বসেন। অনুপমের এই মন্তব্যের জেরে বেজায় চটেছে বাংলার রাজনৈতিক মহল। সমালোচনার ঝড় উঠতে না উঠতেই শিলিগুড়ি থানায় অনুপমের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তৃণমূল উদ্বাস্তু সেল। এ নিয়েও পালটা মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির নতুন কেন্দ্রীয় সম্পাদক। আঘাত প্রত্যাঘাতে জল বহু দূর গড়িয়েছে। এবার এই বিতর্কে মমতার পাশেই দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি। অন্য এক টুইটে আধির শুধু অনুপমকে নিশানা করে বলেন, ‘প্রাক্তন তৃণমূল সাংসদ আগে দিদিকে ‘দেবী’ বলতেন। তাঁর দয়াতেই সাংসদ হয়েছিলেন।’