fbpx
অন্যান্যপশ্চিমবঙ্গহেডলাইন

ঐতিহ্যবাহী রাস উৎসবকে কেন্দ্র করে নবদ্বীপে ব্যাপক প্রশাসনিক তৎপরতা

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর : ঐতিহ্যবাহী নবদ্বীপ রাস উৎসব এবং তারপর শান্তিপুরের ভাঙ্গা রাস উৎসব কে কেন্দ্র করে জেলায় ব্যাপক পুলিশি তৎপরতা শুরু হয়েছে। বিগত শারদ উৎসব, দীপাবলি,ছট পুজো সহ জগদ্ধাত্রী পুজোয় উচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে জেলার যেভাবে পুজো উৎসব সহ অনুষ্ঠান গুলি সম্পন্ন হয়েছে,ঠিক একই পদ্ধতি সহ নিয়মাবলীকে মান্যতা দিয়ে এবারের রাস উৎসব হবে, প্রশাসনের এহেন নির্দেশ প্রত্যাশিত ই ছিল, আয়োজক সংগঠনগুলির কাছে। ফলে তারা কেউই অবাক হননি প্রশাসনের এহেন সিদ্ধান্তে।

তবুও নবদ্বীপবাসী সহ ভক্তবৃন্দের আবেগকে কিছুটা হলেও মান্যতা দেওয়ার আর্তি প্রশাসনের কাছে ছিল উদ্দোক্তা সংগঠন গুলির কিন্তু কোন কাজ হয়নি। দূর্গা পুজো,কালি পুজো,ছট পুজো, জগদ্ধাত্রী পুজোর মতোই হাইকোর্টের যাবতীয় নির্দেশাবলী মেনেই সমস্ত অনুষ্ঠান করার সিদ্ধান্তে প্রশাসন অনঢ় থাকার ফলে এবারে ব্যপকতা সহ আড়ম্বর নয়, অনাড়ম্বর পূর্ণ করোনা অতিমারী আবহে নিয়ম রক্ষার উৎসবে মেতে উঠেছে নবদ্বীপ সহ শান্তিপুর শহর।নবদ্বীপে এবার ৩৩৮টি পুজো হচ্ছে তার মধ্যে মহিলা পরিচালিত পুজো ৩ টি। নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, জানালেন রাস উৎসবকে কেন্দ্র করে এবারে বেশকিছু সতর্কতা মুলক ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে,প্রতিটি পুজো প্যান্ডেল থেকে উদ্দোক্তাদের পক্ষথেকে দর্শনার্থীদের হ্যান্ড স্যানিটেশন সহ মাস্ক বিতরণের ব্যবস্থা করতে হবে, পুজো মন্ডপে ঢাক ও ছোট ঢোল ছাড়া কোন বড়ো বাদ্যযন্ত্র বাজানো যাবে না, বিসর্জন উপলক্ষে নবদ্বীপ কিংবা মায়াপুরে কোন শোভাযাত্রা বের করা যাবে না।প্রতিমা সরাসরি বিসর্জন ঘাটে নিয়ে যেতে হবে ।

Related Articles

Back to top button
Close