fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

যুগশঙ্খের খবরের জেরে কৃষকবন্ধু প্রকল্পে আর্থিক দুর্নীতির প্রশাসনিক তদন্ত শুরু

দীপঙ্কর দে, ইসলামপুর: যুগশঙ্খের প্রকাশিত খবরের জেরে ইসলামপুর ব্লকের কৃষকবন্ধু প্রকল্পের আর্থিক দুর্নীতির প্রশাসনিক তদন্ত শুরু করল ইসলামপুর মহকুমা প্রশাসন। শুক্রবার ইসলামপুর মহকুমা শাসক দফতরের ডেপুটি ম্যাজিস্ট্রেট অনুরাধা লামা’র নেতৃত্বে একটি তদন্ত কমিটি কৃষি দফতর পৌঁছে কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক দুর্নীতির অ্যাডমিনিষ্ট্রেটিভ এনকোয়ারি শুরু করেছে বলে কৃষি আধিকারিক দীপ সিনহা জানিয়েছেন।

এছাড়াও কৃষি আধিকারিক দীপ সিনহা জানিয়েছেন, জেলা কৃষি দফতরের দুই উচ্চ পদস্থ আধিকারিকও এদিন ইসলামপুরে এসে ঘটনার তদন্ত শুরু করেছেন। ইসলামপুরের দুই ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ জেলা কৃষি দফতরের দুই আধিকারিক মিলে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করেছেন। পাশাপাশি অভিযোগকারী আকবর আলীকে তাঁর কাছে থাকা তথ্য তদন্তে সহযোগিতার জন্য দিতে বলা হয়েছে।

জানা গিয়েছে, আকবর আলী সেই তথ্যগুলি হোয়াটসআপে পাঠিয়েছেন এবং আকবর আলীর পাঠানো তথ্যগুলিও তদন্তকারী আধিকারিকদের দেওয়া হয়েছে বলে কৃষি আধিকারিক দীপ সিনহা জানিয়েছেন। রামগঞ্জ এলাকার তিন বাসিন্দাকে দিয়ে এই জাল কারবার করা হয়েছে বলে অভিযোগকারীর তরফে কৃষি আধিকারিক জানতে পেরেছে বলে দীপ সিনহা জানিয়েছেন। যদিও তিনজনের মধ্যে দুই জনের নাম অভিযোগকারী জানাতে পেরেছেন বলে কৃষি আধিকারিক দীপ সিনহা জানিয়েছেন।

এদিকে অভিযোগকারী আকবর আলী বলেন, অ্যাডমিনিষ্ট্রেটিভ এনকোয়ারি শুরু হয়েছে শুনেছি। তবে আমার কাছে প্রচুর তথ্য এখনও রয়েছে। রামগঞ্জের তিনজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেই আসল তথ্য বেরিয়ে আসবে। ওদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়ে মিহির বিশ্বাস ওদের প্রাপ্য পারিশ্রমিকও দেয়নি। আমি দুজনের নাম কৃষি অধিকারীককে জানিয়েছি। প্রকৃত কৃষকরা যেন টাকা পায় এবং মিহির বিশ্বাসের শাস্তি চাই। প্রশাসন যদি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমি আইনের দ্বারস্থ হবো।

সবমিলিয়ে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক দুর্নীতি ফাঁস হতেই নড়ে চড়ে বসলো ইসলামপুর মহকুমা প্রশাসন।

Related Articles

Back to top button
Close