পশ্চিমবঙ্গহেডলাইন
কুমারগ্রাম ব্লকে বন্যা মোকাবিলায় প্রশাসনিক বৈঠক

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: বর্ষা আসতে আর দেরি নেই। ফি বছর বর্ষায় প্লাবিত হয় কুমারগ্রাম ব্লকের বিভিন্ন এলাকা। বর্ষায় বন্যা পরিস্থিতিতে কি কি সতর্কতা মুলক ব্যবস্থা নেওয়া হবে তারই প্রস্তুতিতে শনিবার কুমারগ্রাম ব্লকের বিডিও দপ্তরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা , সহকারি সভাপতি বিপ্লব নার্জিনারী , পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ গন, ব্লকের এগারোটি গ্রাম পঞ্চায়েতের প্রধান গন, পুলিশ আধিকারিক গন, দমকল, পুর্ত দপ্তরের আধিকারিক গন সহ ব্লক প্রশাসনের সকল আধিকারিকগন। বিডিও মিহির কর্মকার জানান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে এই বৈঠক।