fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কাটোয়ায় পুজো কমিটিদের নিয়ে প্রশাসনিক বৈঠক

দিব্যেন্দু রায়,কাটোয়া: কাটোয়া মহকুমা এলাকার পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করল কাটোয়া মহকুমা প্রশাসন । মঙ্গলবার মহকুমা শাসকের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে মহকুমা এলাকার ৮৩ টি পুজোকমিটি অংশগ্রহন করে ।গতবছর পর্যন্ত যেসমস্ত দুর্গাপুজো কমিটি সরকারি অনুমতি নিয়ে পুজো করেছিল এদিন তাদের ডাকা হয়েছিল বলে প্রশাসন সুত্রে জানা গেছে । এদিনের বৈঠকে কাটোয়া মহকুমা শাসক প্রশান্তরাজ শুক্লা ছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপারসন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, দাইহাট পুরসভার চেয়ারপারসন শিশির মণ্ডল প্রমুখ ।

আরও পড়ুন: পরিবেশবিদরা কলকাতাকে পুরনো অবস্থায় ফেরাতে চাইছেন, ফিরহাদ

কাটোয়া মহকুমা শাসক প্রশান্তরাজ শুক্লা জানিয়েছেন,পুজোর অনুমতির জন্য বুধবার থেকে তিনদিনের জন্য ক্যাম্প করা হচ্ছে৷ গতবছর যারা অনুমতির জন্য আবেদন করেও অনুমতি পাননি তাদের এবছর অনুমতির সুযোগ দেওয়া হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, এবছর পুজোর অনুমতির জন্য দমকল, বিদ্যুৎ দফতর এবং পুর কতৃপক্ষের অফিস একই ছাদের তলায় করার ব্যবস্থা করা হয়েছে।

Related Articles

Back to top button
Close