প্রাক্তন সেনা কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বনগাঁয় ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো প্রাক্তন সেনা কর্মীর বাড়িতে। পান্নালাল ব্রহ্ম নামের ওই প্রাক্তন সেনা কর্মী উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার ৪ নং ওয়াডের একটি বাড়িতে ভাড়া থাকেন।
আরও পড়ুন: ক্যানসার রোগীদের মুখে হাসি ফোটাতে নিজের মাথার চুল দান করলেন রায়গঞ্জের গৃহবধূ
এ বিষয়ে পান্নালাল বাবু জানান, বিগত কয়েকদিন ধরে তারা এই বাড়িতে ছিলেন না । তিনি মাঝে মধ্যেই আমলাপাড়ার ভাড়া বাড়িতে এসে বাড়ি দেখে যান। হঠাৎই আজ সকালে তাঁর কাছে ফোন যায় তার ঘরে চুরি হয়েছে। তিনি বাড়িতে এসে দেখেন দরজার তালা ভেঙে, ঘরের সমস্ত জিনিস চুরি হয়েছে চুরি হয়েগিয়েছে। আনুমানিক ৩৫ হাজার টাকা নগদ এবং লক্ষাধিক টাকার গহনা, ঘরের দুটি সোকেজ এবং আলমারি ভেঙে সমস্ত জিনিস লুট করে নিয়ে যায়। বনগাঁ থানায় চুরির অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনাস্থলে যায় বনগাঁ থানার পুলিশ। ওই ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।