পশ্চিমবঙ্গহেডলাইন
ভাঙড়ে পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতি, ৪ লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদল

জেলা প্রতিনিধি, ভাঙড়: ভাঙড়ে পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতি। মাত্রায় বন্ধুক ঠেকিয়ে চার লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ডাকাত দল। কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার ভোজেরহাটের কাছে পাইকান বাজারে পেট্রোল পাম্পে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।
আরও পড়ুন: জবার পাপড়িতে দু’ধরনের রং, জিনের খেলা
বুধবার রাত ১১ টা নাগাদ ৪ জন দুষ্কৃতী পাম্পে ঢুকে রিভলবার দেখিয়ে ৪ লক্ষাধিক টাকা ডাকাতি করে বলে অভিযোগ। দুষ্কৃতীরা চার চাকা করে এসেছিল।পাম্পের কর্মীদের মাথায় রিভলভার দেখিয়ে সব টাকা লুঠ করে নিয়ে যায়।প্রত্যেকের মুখে কাপড় দিয়ে ঢাকা ছিল।খবর পেয়ে লেদার কমপ্লেক্স থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালায় পুলিশ।