ফাঁকা বাড়ি পেয়ে দুঃসাহসিক চুরি শিলিগুড়িতে
কৃষ্ণা দাস, শিলিগুড়ি: ফাঁকা বাড়ির সুযোগে বাথরুমের জানালা ভেঙ্গে বাড়িতে ঢুকে লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি মহকুমায়। ঘটনাটি ঘটেছে বুধবার শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ার পেলকুজোত এলাকায়।
জানা গিয়েছে, ওই এলাকার রিমা অধিকারী নামে একজনের বাড়িতে রাতে বাথরুমের জানালা ভেঙে দুষ্কৃতিরা ঘরে ঢুকে আলমারি থেকে শুরু করে ড্রেসিং টেবিল ও শোকেশ ভাঙচুর করে সমস্ত জিনিস লন্ডভন্ড করে। আলামরিতে থাকা ৩০ হাজার টাকা ও সোনার চেন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।
রুমা অধিকারি জানান, আগের দিন বাড়ির সকলে মিলে একটি অনুষ্ঠান বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে বাড়িতে কেউ ছিল না। বুধবার বাড়ি এসে দরজা খুলেই তাদের চক্ষু চড়কগাছ। ঘরের ভিতরে সমস্ত কিছু ওলট-পালট। বাথরুমের জানালা ভাঙ্গা। খবর দেওয়া হয় পুলিশে। মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে সব দিক খতিয়ে দেখে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রুমা অধিকারী দাবি করেন, আলমারি থেকে ৩০ হাজার টাকা ও একটি চেক খোয়া গিয়েছে। পাশাপাশি তার অভিযোগ, স্থানীয় নদীর পাড় এলাকায় বেশ কিছু সমাজবিরোধীদের আখরায় পরিণত হয়েছে। সেখানে বসে জুয়ার আসর। এই ঘটনায় তারা জড়িত থাকতে পারে বলে তার সন্দেহ। এ ব্যাপারে পুলিশের হস্তক্ষেপের দাবি জানান তিনি।