সুশান্ত সিং এর মৃত্যুতে সিবিআই সঠিক সিদ্ধান্ত: জয়দীপ মুখোপাধ্যায়
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সুশান্ত সিং রাজ্পুতের মৃত্যুতে সিবিআই তদন্তের সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করলেন অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক তথা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায়। সম্প্রতি গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে বলিউডের উদীয়মান তারকা সুশন্তের। তার পর থেকেই সুশান্তের মৃত্যু নিয়ে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। এটা কি নিছক ই আত্ম হত্যা না কি এর নেপথ্যে আছে খুনের ষড়যন্ত্র। একজন উদীয়মান তারকা এভাবে নিজের জীবন বিসর্জন দিল কেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আত্মীয় সজন থেকে বন্ধু বান্ধব কেউ ই তার মৃত্যু কে সাধারণ বলে মেনে নিতে পারছে না। পরিবার বর্গের পাশাপাশি তাই সোশাল মিডিয়াতেও সুশন্তের অনেক শুভানুদধযি সিবি আই তদন্তের দাবি জানিয়েছিল। অবশেষে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেত্রীত্বে সিবি আই এর হাতে তুলে দেওয়া হয় সুশন্তের মৃত্যু রহস্য উদ্ঘাটনের কাজ। তাতেই বিহারের মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন জয়দীপ। তিনি বলেন, ‘
প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর ঘটনার সাথে জড়িত হয়ে আমি কেবল একটি কথা বলতে পারি – মহারাষ্ট্র সরকার এবং মহারাষ্টা পুলিশের পক্ষে “লজ্জা” যে তারা প্রয়াত সুশান্ত সিং অপরাধী বা হত্যাকারীকে গ্রেপ্তার করতে ও সনাক্ত করতে ব্যর্থ হয়েছে। সেই ঘটনার ৫০ দিন পরে সিবিআইকে যথাযথ দিকনির্দেশনা দিয়ে সুশান্ত সিং রাজপুতের পরিবারকে ন্যায়বিচার দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করার জন্য আমি বিহারের মাননীয় মুখ্যমন্ত্রী জনাব নীতীশ কুমারকে সাধুবাদ ও ধন্যবাদ জানাই। সুশান্তের পরিবারের বিচার দেওয়ার জন্য তদন্ত আবশ্যক। আমি আশা করি সি.বি.আই. যত তাড়াতাড়ি সম্ভব অপ