fbpx
দেশ

দিল্লিতে মাঙ্কিপক্সে আক্রান্ত আফ্রিকান মহিলা, মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৫

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: দিল্লিতে আরও একজনের দেহে মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান মিলিছে। আক্রান্ত একজন আফ্রিকান মহিলা। এই নিয়ে দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫।  রাজধানীতে পঞ্চম আক্রান্তের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দিল্লিতে এই নিয়ে মোট দুজন মহিলা মাঙ্কিপক্সে আক্রান্ত হলেন।

জানা গেছে, আক্রান্ত আফ্রিকান মহিলার বিদেশ ভ্রমণের রেকর্ড রয়েছে। আফ্রিকান ওই মহিলা এক মাস আগে নাইজেরিয়া থেকে ফিরেছেন। এই নিয়ে ভারতে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, দিল্লিতে পঞ্চম মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছে। উপসর্গ থাকায় শারীরিক পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ২২ বছর বয়সী ওই আফ্রিকান মহিলাকে দিল্লির লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিল্লিতে আক্রান্তের মধ্যে এখনও চারজনের চিকিৎসা চলছে। একজন সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন।

Related Articles

Back to top button
Close