fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

১৯ বছর পর বেলুড়ে বদল হল দুর্গাপুজোর রীতি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বেলুড় মঠের দুর্গাপুজোয় বড়সড় রদবদল। ১৯ বছর পর বেলুড়ে বদল হল দুর্গাপুজোর রীতি। এইবছর বেলুড়ে দুর্গাপুজো হবে মূল মন্দিরে। এরআগে ২০০০ সালে বেলুড়ের মূল মন্দিরে দুর্গাপুজো হয়েছিল। হাওড়া কমিশনারেটের কর্তাদের সঙ্গে বৈঠক করে বেলুড়মঠ কর্তৃপক্ষ। এই বৈঠকের পর সিদ্ধান্ত হয় যে, পুজোর কয়েকটা দিন মঠে প্রবেশ করতে পারবেন না সাধারণ মানুষ। বেলুড়মঠের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে, করোনাকালে ছোট করে দুর্গাপুজো হবে। পুজোস্থলে সন্ন্যাসীদের প্রবেশাধিকারও সীমিত থাকবে। প্রসাদ বিতরণও করা হবে না। এইবছর করোনা আবহে বেলুড়মঠের ওয়েবসাইটে অনলাইনে দুর্গাপুজো দেখার ব্যবস্থা করা হয়েছে।

[আরও পড়ুন- বঙ্গবাসীর জন্য সুখবর, পুজোর আগেই চালু হচ্ছে দিঘা ও পুরীগামী ট্রেন]

উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের হাতে ১৯০১ সালে প্রথম দুর্গাপুজো হয় মঠ প্রাঙ্গণে। তারপর থেকে পুজো হয়েছে মূল মন্দিরের ভিতরে। ভিড় সামলাতে ২০০০ সাল থেকে মঠ প্রাঙ্গণে পুজোর আয়োজন শুরু হয়। এ বছর আবার মূল মন্দিরের ভিতরে হবে দুর্গাপুজো। প্রতি বছর বেলুড় মঠে কুমারীপুজো দেখতে ভিড় করেন ভক্তরা। এবার সেই কুমারীপুজোর জন্য বিশেষ আয়োজন করা হচ্ছে। বেলুড়মঠের তরফে জানানো হয়েছে, ছোট করে হবে কুমারী পুজো। সন্ন্যাসীরা নন, পরিবারের সদস্যদের সঙ্গেই পুজোস্থলে আসবে কুমারী।

Related Articles

Back to top button
Close