fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

ইতিহাসের সূচনা, আয়ারল্যান্ডে ২০ বছর পর প্রতিষ্ঠিত হল হিন্দু মন্দির

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ২০ বছর বাদে ইতিহাস তৈরি হল আয়ারল্যান্ডে। সেই দেশে তৈরি হল হিন্দু মন্দির। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন শহরে তৈরি হয়েছে এই মন্দির। এই মন্দির তৈরি হওয়ায় খুশি সেখানকার হিন্দুরা। তাঁরা জানিয়েছেন যে, এর আগে এমন কোনও নির্দিষ্ট পুজোর জায়গা ছিল না।

কারণ, ক্রমশই হিন্দু ধর্মবিশ্বাসী মানুষের সংখ্যা বাড়ছে। তাঁদের উপাসনার একটা জায়গা তৈরি হওয়ায় বেজায় খুশি তাঁরা। শুধু তাই নয়, মন্দির কর্তৃপক্ষ চাইছেন যে, মন্দির চত্ত্বরে একটি আবাসন গড়ে তোলা হাবে। যেখানে গরীব, গৃহহীন মানুষরা থাকতে পারবেন। এখনও পর্যন্ত আয়ারল্যান্ডের সরকারি হিসাবে ২৫ হাজার হিন্দু সেখানে বসবাস করেন।

[আরও পড়ুন- নিউজিল্যান্ডে বাড়ল লকডাউনের মেয়াদ, ঘোষণা প্রধানমন্ত্রীর]

জানা গিয়েছে যে, ২২ আগস্ট এই হিন্দু মন্দিরের উদ্বোধন করা হয়। এর আগে হিন্দুদের কোনও পুজো করতে গেলে ভরসা করতে হত সাধারণ কমিউনিটি হলের ওপরে। কিন্তু মন্দির তৈরি হওয়ায় এবার থেকে পুজো এখানেই করা যাবে বলে মত আয়ারল্যান্ড বাসী হিন্দুদের। আয়ারল্যান্ডের বৈদিক হিন্দু কালচার সেন্টারের ডিরেক্টর সুধাংশু ভর্মা জানিয়েছেন, প্রায় দুই যুগ ধরে তাঁরা মন্দির তৈরির বিষয়ে ভাবছেন। কিন্তু এতদিন বাদে তাঁদের স্বপ্ন পূরণ হল।

 

Related Articles

Back to top button
Close