স্বাধীনতার ৭৪ বছর পর, প্রথম রাস্তা পেতে চলেছে সুন্দরবনের ভেটকিয়া গ্রাম

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: স্বাধীনতার পর এই প্রথম পাকা রাস্তা পেতে চলেছে সুন্দরবনের ভেটকিয়া গ্রামের মানুষ। বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের ভেটকিয়া গ্রাম স্বাধীনতার এত বছর পরেও রাস্তা থেকে বঞ্চিত ছিল ওই গ্রামের বাসিন্দারা। গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা, এই রাস্তা দিয়ে হিঙ্গলগঞ্জ ব্লক অফিস, থানা, গ্রামীণ হাসপাতাল যাওয়ার মূল রাস্তার সঙ্গে সংযোগকারী এই একটি রাস্তার উপরে ভরসা, বিশেষ করে রুগি নিয়ে যেতে বেজায় সমস্যার সম্মুখীন হতে হতো সুন্দরবনের মানুষের।
আরও পড়ুন: দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষ, মৃত ১
সেই রাস্তাই এবার পেতে চলেছে প্রত্যন্ত সুন্দরবনের মানুষ, ভেটকিয়া বিশ্রামাগার থেকে ভেটকিয়া শিশু শিক্ষা কেন্দ্র পর্যন্ত বিস্তৃত এই রাস্তায় মেলায় খুশির হাওয়া গ্রামের মানুষের মধ্যে সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জয়নাল আবেদিন গাজী জানান, সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ১৫ লক্ষ টাকা ব্যায়ের এই রাস্তা নির্মাণ হচ্ছে। স্বাধীনতার পর থেকে কোনো সরকারই এই রাস্তা নিয়ে কাজ করেনি, কিন্তু বর্তমান সরকার সুন্দরবনের মানুষকে এই রাস্তা উপহার দেওয়ায় অনেক সমস্যার সমাধান হবে, এবং অনেক মানুষের রুটি রুজির রাস্তা খুলে যাবে।