
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ২০ বছরের কেরিয়ার শেষে ক্রিকেটকে আলবিদা জানাচ্ছেন ঝুলন গোস্বামী। তার আগে লর্ডসে শেষ ম্যাচ খেলবেন তিনি। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে মাঠ ছাড়বেন তিনি। ২০ বছরের কেরিয়ারের আজ ইতি টানবেন ঝুলন।
পুজোর আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন বাংলার মেয়ে ঝুলন গোস্বামী। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার নামবেন তিনি। ২০ বছরের কেরিয়ার শেষ। মেয়েদের ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকার করেছেন ঝুলন। শনিবার বিদায়বেলায় আরও একবার জ্বলে উঠতে চান চাকদা এক্সপ্রেস।
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে আবেগতাড়িত ঝুলন গোস্বামী জানান, “আমি দুটি বিশ্বকাপের ফাইনাল খেলেছি। যদি তার মধ্যে একটিও জিততে পারতাম, তা হলে নিজের তো বটেই, দলেরও সবাই খুশি হতাম। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই খেলা শুরু করে যে কোনও ক্রিকেটার। চার বছর ধরে বিশ্বকাপের প্রস্তুতি চলে। সকলের জন্যই বিশ্বকাপ জয় স্বপ্ন।”
২০০২ সালে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন ধুলন। এখনও পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ২৫৩টি উইকেট নিয়েছেন। বাংলার ঘরের মেয়ে লর্ডসে বিদায়ি ম্যাচ খেলবেন। তার জন্য বিশেষ উদ্যোগও নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।
ভারতের নারী ক্রিকেটের ভিত শক্ত করা, এগিয়ে নেওয়া ও নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার অগ্রপথিকদের একজন ঝুলন। বিশ্ব ক্রিকেটেও তিনি কিংবদন্তি। ওয়ানডেতে এখনও পর্যন্ত ২০৩ ম্যাচ খেলা ঝুলনের উইকেট ২৫৩টি। মেয়েদের এই সংস্করণে ২০০ উইকেট নিতে পারেননি আর কেউ। ১৯১ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল।
৬৮ ম্যাচ খেলে চার বছর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দেন ঝুলন। এই সংস্করণে ৫৬ উইকেট তার। ১২ টেস্টে ডানহাতি এই পেসারের শিকার ৪৪ উইকেট। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার ৩৫৩ উইকেট সর্বোচ্চ।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান এই সিরিজটি আসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের শেষ ওয়ানডে সিরিজ। তাই বিদায়ের মঞ্চ হিসেবে এই সিরিজকেই বেছে নিয়েছেন ঝুলন।