৪৭ ডিগ্রিতে পৌঁছে যাবে তাপমাত্রা, সতর্ক করল মৌসম ভবন
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আমফানের রেশ কেটে গেলেও দেশে ক্রমশ বাড়ছে তাপমাত্রার পাথর। শনিবারই দিল্লিতে তাপমাত্রা ছুঁয়েছে ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।
মৌসম ভবনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী ৪-৫ দিন দিল্লিতে তাপপ্রবাহ চলবে। ফলে সাধারণ মানুষকে এই কয়েকদিন সাবধানে থাকার আবেদন জানানো হয়েছে। আগামী ৪ থেকে ৫ দিন দেশের উত্তর-পশ্চিম, মধ্য ও উপসাগরীয় অঞ্চলে তীব্র তাপপ্রবাহ থাকবে বলেও জানা গেছে।
মৌসম ভবনের তরফ থেকে আরও বলা হয়েছে যে, আগামী ২৬ তারিখ অর্থাৎ মঙ্গলবার তাপমাত্রা ৪৬ ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। শনিবার পালাম, লোধি রোড ও আয়নগরের হাওয়া অফিসে যথাক্রমে ৪৫.৬, ৪৪.৪ ও ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
মৌসম ভবনের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, পাঞ্জাব থেকে শুরু করে হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গনা ও উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে আগামী পাঁচদিন তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে।