দেশ
আম্ফানের জের, বাতিল দিল্লিগামী ট্রেন
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যে ভুবনেশ্বরে আছড়ে পড়েছে শক্তিধর ঘূর্ণিঝড় আম্ফান। শুরু হয়েছে বাংলার উপকূলীয় জেলা গুলোতে বৃষ্টিপাত। সতর্কতার কারণে হাওড়া থেকে বুধবার দিল্লি যাওয়ার ট্রেন বাতিল করল রেল। ইতিমধ্যেই রেলের তরফে নোটিশ জারি করা হয়েছে। হাওড়া-নিউ দিল্লি এসি স্পেশ্যাল ট্রেন বাতিল করা হল। অন্যদিকে, দিল্লি থেকে ০২৩০২ নিউ দিল্লি-হাওড়া এসি স্পেশ্যাল এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: কলকাতা থেকে ৩৩০ কিমি দূরে আম্ফান, উপকূলবর্তী জেলাগুলিতে শুরু ঝড়বৃষ্টি
উল্লেখ্য, আম্ফান ইতিমধ্যেই অতি শক্তি সঞ্চয় করে বাংলার দিকে ধেয়ে আসছে। এরফলে ঘূর্ণিঝড় ও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসনও। সেইকারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের।