fbpx
কলকাতাগুরুত্বপূর্ণদেশপশ্চিমবঙ্গহেডলাইন

আমফানের পর গতি! প্রচন্ড গতিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় , জারি লাল সতর্কতা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আমফানের ক্ষত এখনও অবধি কাটিয়ে উঠতে পারেনি বঙ্গবাসী। তারই মাঝে এবার চোখ রাঙাচ্ছে ‘গতি’। জানা গিয়েছে, বঙ্গোপাসগরে ক্রমেই শক্তি সঞ্চয় করছে দুটি নিম্নচাপ। ৩০ সেপ্টেম্বর থেকে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশে আঘাত করতে চলেছে এই ঘুর্ণিঝড়। ঘন্টায় ৬৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। সঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশে প্রদেশে জারি করা হতে পারে লাল সতর্কতা। তবে এই ঘুর্ণিঝড় বাংলায় সেভাবে প্রভাব ফেলবে না বলেই জানা যাচ্ছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা তছনছ করে দিয়েছিল  ঘূর্নিঝড় আমফান। ঝড়ের দাপটে থমকে গিয়েছিল তিলোত্তমা কলকাতা। বহু অংশে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে ৭২ ঘন্টার বেশি সময় লেগে যায়।

Related Articles

Back to top button
Close