বিহারের পর বাংলা, টিএমসি এবার সামলা : জগন্নাথ সরকার

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর : শত বাধা বিপত্তিকে উপেক্ষা করেও শেষ পর্যন্ত বিহারে নিশ্চিত জয়ের লক্ষ্যে বিজেপি। এরপরই বাংলা এবং পারলে টিএমসি সামলা..এই ভাষাতেই প্রতিক্রিয়া জানালেন সাংসদ জগন্নাথ সরকারের। আজ বিহারের নির্বাচনী ফল ঘোষণা কে কেন্দ্র করে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার দিকে নজর সকলের। এরই ফাঁকে এক ভিডিও বার্তায় নিজের অভিমত ব্যক্ত করলেন জগন্নাথ বাবু।
তিনি জানিয়েছেন, রাজ্যের দিদির পুলিশ আর ক্রিমিনালদের নিয়ে আগামীর পশ্চিমবঙ্গে ভোট প্রক্রিয়া সুসম্পন্ন হবে না,অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য, রাজ্যে আসবে দাদার পুলিশ,ফলে সন্ত্রাস সৃষ্টিকারি তৃনমূলের স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে, বাস্তবে তা আর রূপদান করবে না! জগন্নাথবাবুর আরও অভিযোগ, বিরোধীদের কন্ঠরোধ করে গণতন্ত্রকে হত্যা করেছে এ রাজ্যের মমতা সরকার, মানুষ এদের অত্যাচারে বিতশ্রদ্ধ এবং সর্বহারা,তাই যোগ্য জবাবের অপেক্ষায় বাংলার জনগণ,২০২১ এর নির্বাচনের মধ্যদিয়েই এরাজ্যের মানুষ, রাজ্যের অপশাসন কারি তৃনমূল কংগ্রেসকে চিরতরে নির্বাসন দেবেন।