fbpx
দেশহেডলাইন

দিল্লির পর এবার কাঁপল উপত্যকা, আতঙ্কে রাস্তায় মানুষ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রাজধানীর পর এবার ভূমিকম্পে কাঁপল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৮.১৬ মিনিটে কম মাত্রার কম্পন অনুভূত হয় ভূস্বর্গে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৯। এর জেরে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। বাড়ি থেকে রাস্তায় নেমে পড়েন সকলে।

 

 

জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কম্পনের কেন্দ্র ছিল শ্রীনগর থেকে ১৪ কিমি উত্তরে গান্ডেরবাল এলাকার সাত কিমি দক্ষিণ-পূ্র্ব এলাকায়। মাটি থেকে ১০ কিমি গভীরেই ছিল কম্পনের উত্‍সস্থল। তবে এই কম মাত্রার ভূমিকম্পের জেরে যদিও এলাকায় কোনও ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর মেলেনি।

 

 

উল্লেখ্য, বর্তমানে ভূমিকম্পের কবলে পড়ছে দিল্লি। এই বছর ১২ এপ্রিল থেকে ২৯ মে-র মধ্যে ১০ বার কেঁপে উঠেছে দিল্লি ও তার আশপাশের অঞ্চল। এই কম্পনগুলি কম মাত্রার হলেও আগামী দিনে বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Back to top button
Close