fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

হলদিয়া পর কাঁথিতে পজিটিভ ১, ছড়াল চাঞ্চল্য

মিলন পণ্ডা, কাঁথি (পূর্ব মেদিনীপুর):  পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পর কাঁথি শহরে প্রথম এক ব্যাক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়া গেল।এই ঘটনার জানাজানি হওয়ার কাঁথি শহরে বেশ আতঙ্ক ছড়িয়েছে। আক্রান্ত ব্যাক্তি কোলকাতার একটি বেসরকারী হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। স্বাস্থ্যদপ্তর ও স্থানীয় সূএে জানাগিয়েছে কাঁথি ১ ব্লকের জুনপুট উপকুল থানার বলিহারপুর গ্রামের এক ব্যাক্তি।কিন্তু কাঁথির ক্যানেলপাড়ে ভাড়া থাকতেন।

আরও জানাগিয়েছে গত ৪ মে আগে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। এরপর কাঁথির একটি চিকিৎসকের চিকিৎসা করাতে যান। কিন্তু কোন মতেই সেরে উঠেনি। এরপর ব্যাক্তিকে কাঁথি মহাকুমা হাসপাতালের ভর্তি করেন।কিছুক্ষনের পর কাঁথি হাসপাতাল থেকে স্থান্তরিত করে দেন।পরিবারের লোকেরা উদ্ধার করে কোলকাতার একটি বেসরকারী হাসপাতালের ভর্তি করেন। আক্রান্ত ব্যাক্তির লালারস সংগ্রহ করে পরীক্ষা জন্য পাঠানো হয়। শুক্রবার বিকালে রির্পোটের করোনা আক্রান্ত বলে স্বাস্থ্যদপ্তর জানিয়ে দেওয়া হয়। এখন ব্যাক্তি কোলকাতার হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।

সেই রির্পোটের রাজ্য স্বাস্থ্যদপ্তর জেলা স্বাস্থ্য দপ্তরকে জানিয়ে দেয়। রির্পোট পাওয়ার পর নড়েচড়ে বসে জেলা স্বাস্থ্যদপ্তর। আক্রান্ত ব্যাক্তির পরিবার সদস্য ও বাড়ি সীল করার প্রক্রিয়া চলছে। পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় বলেন কাঁথির এক ব্যাক্তির কোলকাতার চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। ওই ব্যাক্তির সংস্পর্শে কারা এসেছে তাদের সন্ধান চালানো হচ্ছে। পরিবারের সদস্যদের হোম কোয়ান্টায়ন রাখা হবে।

Related Articles

Back to top button
Close