কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন
মেয়ের চাকরির পর এবার নিজের মন্ত্রীত্ব খোয়ালেন পরেশ অধিকারী

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: মেয়ের চাকরির পর এবার নিজের মন্ত্রীত্ব খোয়ালেন পরেশ অধিকারী। এসএসসি কাণ্ডে নাম জড়িয়েছে পরেশের। শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। বুধবার রাজ্য মন্ত্রিসভার রদবদলে মেখলিগঞ্জের বিধায়ককে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন সত্যজিৎ বর্মণ। উত্তর দিনাজপুরের হেমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মণ।
পরেশ অধিকারী বেআইনি ভাবে নিজের মেয়েকে স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন অভিযোগ৷ ইতিমধ্যেই তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীকে তার চাকরি থেকে অপসারণ করা হয়েছে। দু’কিস্তিতে বেতনের টাকা ফেরতের নির্দেশ দেয় হাইকোর্ট। ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা আদালতে জমা করেন অঙ্কিতা। বঞ্চিত ববিতা সরকার আদালতের নির্দেশে ইতিমধ্যেই অঙ্কিতার জায়গায় চাকরিতে যোগ দিয়েছেন৷