বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানের পর ক্রমাগত হার শত্রুঘ্ন সিনহার, বিহারে গো-হারলেন ছেলে লব সিনহা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিহার নির্বাচনে হারলেন শত্রুঘ্ন সিনহার ছেলে। বিহার নির্বাচনে শত্রুঘ্ন সিনহা নিজের ছেলে লব সিনহাকে বাকিপুর বিধানসভা থেকে কংগ্রেসের টিকিটে দাঁড় করিয়েছিলেন। কিন্তু সেখানে বিজেপির নীতিন নবীনের কাছে বিপুল ভোটে হেরে যান তিনি। কংগ্রেসে যোগদানের পর একের পর হেরে যাওয়ার রেকর্ড গড়েছে সিনহা পরিবার।
আরও পড়ুন- “অস্পৃশ্যের মতো আচরণ করেছিল বড় দলগুলি”, ৫টি আসন জয় করে ক্ষোভ উগরে দিলেন ওয়াইসি
প্রথমে শত্রুঘ্ন সিনহা বিজেপির নেতা ছিলেন। অটলবিহারীর আমলে তিনি সাংসদ ছিলেন। নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৪ সালেও শত্রুঘ্ন সিনহা সাংসদ হয়েছিলেন। বিজেপি শত্রুঘ্ন সিনহাকে মন্ত্রী না করায় তিনি ধীরে ধীরে দলের প্রতি আক্রোশ প্রকাশ করতে শুরু করেন। এরপর ২০১৯ সালে শত্রুঘ্ন সিনহা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন।
এরআগে ২০১৯ সালে নির্বাচনে পাটনা থেকে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন তিনি। সেখানেও বিপুল ভোটে হেরেছিলেন তিনি।বিজেপির রবিশঙ্কর প্রসাদের সামনে গো- হারা হেরেছিলেন কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা। পাশাপাশি শত্রুঘ্ন সিনহার স্ত্রীও নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে হেরেছিলেন। এরপর ছেলেকে ভোটে কংগ্রেসের টিকিটে লড়াই করতে নামিয়েছিলেন তিনি। সেখানেও গো-হারা হারল শত্রুঘ্ন সিনহার ছেলে লব সিনহা।