fbpx
কলকাতা

প্রায় ১৪ ঘন্টা জেরা, সিজিও থেকে বেরিয়েই সটান গিয়ে নিজের গাড়িতে বসলেন মানিক ভট্টাচার্য

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: নির্ধারিত সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। প্রায় ১৪ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিক শিক্ষা সংসদের অপসারিত প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তবে বেশির ভাগ সময়েই ইডির প্রশ্ন এড়িয়ে চুপচাপ থাকেন তিনি। টেট-দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত এই পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক।

এসএসসি-র মতোই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অর্থের বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে৷ গত শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি মানিক ভট্টাচার্যের বাড়িতেও তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা৷ মানিক ভট্টাচার্য পর্ষদ সভাপতি থাকাকালীন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ সেই কারণেই দু’ জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা আছে। জেরার পর সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের জবাব দেননি মানিক ভট্টাচার্য। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সটান গিয়ে বসেন নিজের গাড়িতে। চুপচাপই ছিলেন মানিক।

 

Related Articles

Back to top button
Close