fbpx
দেশহেডলাইন

নিভারের পর এবার আছড়ে পরবে ‘অর্ণব’, জারি সতর্কতা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে আছড়ে পড়েছিল ঘুর্ণিঝড় নিভার। এই ঝড়ের ক্ষত এখনও বয়ে চলেছেন সেখানকার মানুষ। তবে এবার তার রেশ কাটতে না কাটতেই আরো এক ঘূর্ণিঝড় এর সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর। সূত্রের খবর, এই ঝড়টির নাম ‘অর্ণব’ ।

 

এই নামটি নামটি দিয়েছে মিয়ানমার, ইরান, ওমান, পাকিস্তান, কাতার এবং সৌদি আরবের মতো বিভিন্ন দেশ। ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন ১৩ টি দেশ প্রস্তুত একটি তালিকা থেকে বঙ্গোপসাগর এবং আরব সাগরে ঘূর্ণিঝড় গুলির নামকরণ করা হয়েছে। জানা যায়, ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) ঘূর্ণিঝড় ফনি এবং বায়ু ভারতের উপকূলীয় শহরগুলিকে আঘাত করার কয়েক মাস পরেই ঘূর্ণিঝড়ের নামের একটি তালিকা প্রকাশ করেছিল।

 

প্রাকৃতিক দুর্যোগের নামকরণের এই প্রথা প্রায় এক শতাব্দীর বেশি প্রাচীন হলেও, ভারত ২০০৪ সালে প্রথম ঘূর্ণিঝড়কে “অগ্নি” নামে নামকরণ শুরু করে। তবে এর গতিপথ ও শক্তি সম্পর্কে এখনও তেমন কোনও বার্তা দেয়নি আবহাওয়া দফতর।  তবে এই ঝড়ের আগাম পূর্বাভাস, হাওয়া অফিস জানিয়েছে।

Related Articles

Back to top button
Close