fbpx
দেশহেডলাইন

পঞ্জাবের পরে এবার গোয়ায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা আপের

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃদেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। ইতিমধ্যেই প্রতিটি নির্বাচনী রাজ্যে তারই প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দল নিজের মতন করে শুরু করে দিয়েছে প্রচার।

পঞ্জাবে আপের তরফ থেকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করা হয়েছিল ভগবন্ত মানের নাম। আর এবার গোয়াতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অমিত পালেকরের নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। উপকূলবর্তী রাজ্য দখলের লড়াইয়ে আপ কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে,  সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। পেশায় আইনজীবী অমিত পালেকর ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি। তাকে সামনে রেখেই গোয়ায় নির্বাচনী ময়দানে নামতে চায় আপ। বুধবার গোয়ার রাজধানী পানাজিতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে অমিত পালেকরের নাম ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  দিল্লির আপ বিধায়ক অতিশি।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘গোয়ায় এবার পরিবর্তন চাইছে মানুষ।  উপকূলবর্তী এলাকা থেকে ভালো সাড়া মিলেছে। পঞ্জাবের পরে এবার গোয়ায় ৪০টি আসনে প্রার্থী দিচ্ছে আপ। ৪৬ বছর বয়সী অমিত পালেকর গত বছরের শেষের দিকে অক্টোবর মাসে যোগ দেন আম আদমি পার্টিতে। এবার সেন্ট ক্রুজ অ্যাসেম্বলি থেকে তাঁকে টিকিট দেওয়া হয়েছে দলের তরফে। বর্তমানে ওই আসন রয়েছে বিজেপির দখলে।

এদিন কেজরিওয়াল বলেন, দল একজন সৎ মানুষকে  মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বেছে নিয়েছে। নিজের সম্প্রদায়ের মানুষের উন্নতির স্বার্থে কী কী করা প্রয়োজন তা ভালো ভাবেই জানেন অমিত।

৪০ আসনের গোয়া বিধানসভায় ভোটগ্রহণ হবে ১৪ ফেব্রুয়ারি। সরকার গড়তে চাই অন্তত ২১টি আসন। আসনে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া রয়েছে। সেই হাওয়া কতটা কাজে লাগাতে পারে বিরোধীরা সেটাই দেখার। গোয়ায় এতদনি লড়াইটা সরাসরি বিজেপি-কংগ্রেসের মধ্যেই হত। এবার সেখানে তৃণমূল কংগ্রেস, আদমি পার্টি কতটা কামড় বসাতে পারে সেটাই দেখার।

Related Articles

Back to top button
Close