
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আগামী ১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন। তা নিয়ে রাজনৈতিক টালমাটাল শুরু বহু আগে থেকেই। একদিকে মরুরাজ্যে ঝড়। কারণ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মুখ্যমন্ত্রী পদ টালমাটাল। বিক্ষুব্ধ বিধায়কদের বিক্ষোভের জেরে কংগ্রেস হাই কমান্ডের হস্তক্ষেপ। গতকালই কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান। আজ তার মনোনয়ন জমা দেওয়ার কথা। শশী থারুর ও দিগ্বিজয় সিংয়ের মধ্যে জোর লড়াইয়ের সম্ভাবনা দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। তার মধ্যে আবার জাতীয় সভাপতি নির্বাচনে প্রার্থী হতে পারেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা সাংসদ মল্লিকার্জুন খাড়গে। এমনটাই জানা গিয়েছে কংগ্রেস সূত্রে। আজ কংগ্রেসের দলনেত্রী সনিয়া গান্ধী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আজ দিগ্বিজয় সিং, শশী থারুরের সঙ্গে তিনিও মনোনয়ন পত্র জমা দিতে পারেন।
জানা গিয়েছে, যদি মল্লিকার্জ্জুন খাড়গে কংগ্রেস সভাপতি হিসাবে নির্বাচিত হন, তবে রাজ্যসভার বিরোধী দলনেতা পদ থেকে তাঁকে ইস্তফা দিতে হতে পারে কংগ্রেসের ‘এক ব্যক্তি, এক পদে’র নিয়ম মেনে।
আটবারের বিধায়ক ও দুইবারের লোকসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গেকে প্রার্থী হিসাবে বাছার অন্যতম কারণ তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও দলে সকলের কাছে গ্রহণযোগ্যতা থাকা, এমনটাই মনে করা হচ্ছে। সূত্রের খবর, আজই মনোনয়ন পত্র জমা দিতে পারেন শশী থারুর ও দিগ্বিজয় সিং। তাদের সঙ্গেই মল্লিকার্জ্জুন খাড়গেও মনোনয়ন পত্র জমা দেবেন কি না, তাই-ই এখন দেখার।