পশ্চিমবঙ্গহেডলাইন
চিনা পণ্য বয়কটের ডাক ওঠার পর দেওয়ালিতে দেশজুড়ে বিক্রি হল ৭২ হাজার কোটি টাকার দেশীয় পণ্য

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: চিনা পণ্য বয়কটের ডাক ওঠার পর ভারতে দেশজুড়ে দেশীয় পণ্য বিক্রির হার স্বাভাবিকভাবে বেড়েছে কয়েক গুণ। যার ফল স্বরূপ ভারতীয় পণ্য বিক্রি হল প্রায় ৭২ হাজার কোটি টাকার। এমনই তথ্য দিয়েছে “দি কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডাস” বা CAIT, সিএআইটি’র তরফে জানানো হয়েছে ভারতীয় ব্যবসায়ীরা ৭২ হাজার কোটি টাকার দেশীয় সামগ্রী বিক্রি করেছে।
আরও পড়ুন: ঘাটালে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে মহিলা আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির
যার ফলে খুশি ও যথেষ্ট লাভের মুখ দেখেছেন ভারতীয় ব্যবসায়ী মহল। এদিকে এর জেরে চিনের লোকসান হয়েছে প্রায় ৪০ হাজার কোটি টাকার। ভারতের ২০টি শহরের তথ্য জোগাড় করে এই রিপোর্ট হাতে এসেছে এমনটাই ‘সিএআইটি’ সূত্রে খবর।