মুখ্যমন্ত্রীর পর করোনা পজিটিভ হরিয়ানার কৃষিমন্ত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর এবার করোনা আক্রান্ত হলেন হরিয়ানার কৃষিমন্ত্রী।তিনি নিজেই টুইট করে নিজেই একথা জানিয়েছেন। এই রিপোর্ট পজিটিভ আসার পরেই হোম আইসোলেশনে রয়েছেন তিনি। বুধবার টুইট করে হরিয়ানার কৃষিমন্ত্রী জে পি দালাল জানিয়েছেন, তিন-দিন আগে কোভিড-১৯ পরীক্ষা করিয়াছিলাম। সেই রিপোর্ট নেগেটিভ এসেছিল। পরে ফের কোভিড-১৯ পরীক্ষা করানোর পর রিপোর্ট পজিটিভ আসে।
[আরও পড়ুন- নাবালিকা প্রেমিকাকে বিয়ে করতে নারাজ প্রেমিক, ধর্নায় প্রেমিকা]
তিনি তাঁর সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছিলেন, তাঁদের প্রত্যেককে পরীক্ষা করানোর জন্য অনুরোধ করেছেন। উল্লেখ্য, গত দুইদিন আগেই করোনা পজিটিভ এসেছিল হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের। তিনিও টুইট করে একথা জানিয়েছিলেন। এরপর করোনা পজিটিভ এল কৃষিমন্ত্রী জে পি দালালের। প্রসঙ্গত, হরিয়ানায় এই নিয়ে আটজন বিধায়ক নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।