
শরণানন্দ দাস, কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বৃহস্পতিবার দিল্লিতে বৈঠক সেরে তিনি বলেন, ‘ গোটা রাজ্যজুড়ে আইনের শাসন ভেঙে পড়েছে। নৈরাজ্য চলছে।’ একইসঙ্গে তাঁর টিপ্পনী, ‘ যে কোনও রাজ্যে আমলাতন্ত্রের রাজনীতিকরণ গণতন্ত্র বাঁচিয়ে রাখার ক্ষেত্রে বড়ো চ্যালেঞ্জ।’
এদিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে অমিত শাহের সঙ্গে বিশদে আলোচনা হয়েছে। এরপরই তিনি অভিযোগ করেছেন, রাজ্যে মানবাধিকারের কোন জায়গা নেই। রাজ্য প্রশাসনের শীর্ষ আমলারা রাজনৈতিক কর্মীর মতো আচরণ করছেন। এদিন কথা প্রসঙ্গে হাসপাতালের মর্গে ১৬ দিন ধরে পড়ে থাকা এক বিজেপি কর্মীর দেহের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘ হাইকোর্টের রায় সত্ত্বেও ওই ব্যক্তির দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হচ্ছে না। ফলে দেহ সৎকার করা যাচ্ছে না।’ আলোচনার মাধ্যমে রাজ্য সরকারের সমস্যা সমাধানে অনীহার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘রাজ্য সরকারের এই আচরণে আমি বিস্মিত এবং লজ্জিত।’
আরও পড়ুন: বিশ্ব হিন্দু পরিষদের শারদ সম্মানে অন্তরের পুজো সম্মানিত মত বিশিষ্টদের
সূত্রের খবর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল। একইসঙ্গে এই রাজ্য প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন কতোটা সম্ভব তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজ্যপাল। রাজ্যের ওয়াকিবহাল মহল মনে করছেন , একুশের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন রাজ্যপাল। আপাতত তাঁদের নজর রাজ্যপালের নভেম্বর মাসে পাহাড় সফরের দিকে।