fbpx
দেশহেডলাইন

দীর্ঘ দু’বছর পর দেখা, মায়ের সঙ্গে বসে খিচুড়ি খেলেন প্রধানমন্ত্রী

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ কাজের চাপে আসা হয় না। দেখা হয় না মায়ের সঙ্গেও। সদ্য শেষ হয়েছে পাঁচ রাজ্যের নির্বাচন। জয়-জয়কার হয়েছে বিজেপি। তবে জয়ের আনন্দ নিয়ে বসে থাকেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাট সফরকে সামনে রেখে ফের বেরিয়ে পড়েছেন সফরে।

তবে নিজভূমে এসে মায়ের সঙ্গে দেখা করবেন না সেটা তো হয় না। বাড়িতে এসে মায়ের সঙ্গে একই টেবিলে বসে খিচুড়ি খেলেন প্রধানমন্ত্রী।

মায়ের আশীর্বাদ নিলেন তিনি। গুজরাট সফরে এসে, প্রথমদিনেই মা হীরাবেন মোদীর সঙ্গে দেখা করতে গেলেন। প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদী, যার সঙ্গে তাঁদের মা থাকেন, শুক্রবার রাতে গান্ধীনগরের বাইরে অবস্থিত তাঁর বাড়িতেই যান নরেন্দ্র মোদী।

রাত ৯টা নাগাদ সেখানে পৌঁছন তিনি। প্রধানমন্ত্রী বাড়ি এসেছেন, তাঁকে দেখতে বাড়ির বাইরে ভিড় জমান সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাড়িতে যান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দুদিনের সফরে একগুচ্ছ কর্মসূচী নিয়ে মোদী গুজরাটে এসেছেন।

 

 

 

Related Articles

Back to top button
Close