করোনা জয় করে ফিরে মহীয়সী নারীর সম্মান পেলেন ভাঙড়ের প্রসূতি মা
নিজস্ব প্রতিনিধি, ভাঙড় : হাসপাতালে সন্তান প্রসব করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন ভাঙড়ের প্রসূতি মা। এম আর বাঙ্গুর হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন। করোনা কে জয় করে মঙ্গলবার ফিরে আসেন বাড়িতে। বাড়ি ফিরে আসার ঘটনায় উচ্ছ্বসিত গ্রামবাসীরা। ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানানো হয় । রাস্তায় রংবেরঙের বেলুন বেঁধে তৈরি করা হয়েছিল গেট ।
এক পলকে দেখলে মনে হবে কোন অনুষ্ঠান বাড়ি। কিন্তু না নেহাত ই করোনা সুস্থ হওয়া মহিলা বাড়ি ফিরে আসার জন্য এই আয়োজন। স্থানীয় মানুষজন আতঙ্ক কাটিয়ে আনন্দের বহিঃপ্রকাশ করেন এই ভাবেই। আর তাই এই আয়োজন করেন স্থানীয় গ্রামবাসীরা। সামাজিক দূরত্ব মেনে মুখে মাস্ক পরে ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয় মহিলাকে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর ,ভাঙ্গড়ের ওই মহিলা গত কয়েকদিন আগেই সন্তান প্রসবের জন্য ভর্তি হন কলকাতা নীলরতন সরকার হাসপাতালে। সেখানেই করোনা আক্রান্ত হন মা ও নবজাতক সন্তান।দুজনেরই করোনা রিপোর্ট পজিটিভ আসায় ভাঙ্গড় থেকে নিয়ে গিয়ে ভর্তি করানো হয় বাঙ্গুর হসপিটাল। বাঙ্গুর হসপিটাল থেকে বুধবার তারা ফিরে আসেন বাড়িতে। বর্তমানে সুস্থ আছেন মা ও শিশু দুজনই। খুশি এলাকাবাসী।