যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মৃত্যুমিছিল অব্যাহত। ফের এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল আরও ৮ পরিযায়ী শ্রমিকের। আহত হয়েছেন ৫৪ জনেরও বেশি।
ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৮ জনের। আর আহত হয়েছে ৫৪ জনেরও বেশি শ্রমিক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের বেশিরভাগই উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, বুধবার রাতেই উত্তরপ্রদেশেও দুর্ঘটনার বলি হন ৬ জন পরিযায়ী শ্রমিক। মুজাফরনগর জেলার হাইওয়েতে উত্তরপ্রদেশের সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁদের। আহত হয়েছেন আরও ২ জন। জানা গিয়েছে, লকডাউনের মধ্যেই এই পরিযায়ী শ্রমিকরা পঞ্জাব থেকে হেঁটে বিহারের গোপালগঞ্জে নিজেদের বাড়ি ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, বাসে কোনও যাত্রী ছিলেন না। দুর্ঘটনার পরই পালিয়েছে বাস চালক।