fbpx
দেশহেডলাইন

মর্মান্তিক, মধ্যপ্রদেশে বাস-লরির সংঘর্ষে মৃত ৮ পরিযায়ী শ্রমিক, আহত বহু

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মৃত্যুমিছিল অব্যাহত। ফের এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল আরও ৮ পরিযায়ী শ্রমিকের। আহত হয়েছেন ৫৪ জনেরও বেশি।
ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৮ জনের। আর আহত হয়েছে ৫৪ জনেরও বেশি শ্রমিক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের বেশিরভাগই উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে।

 

সূত্রের খবর, বুধবার রাতেই উত্তরপ্রদেশেও দুর্ঘটনার বলি হন ৬ জন পরিযায়ী শ্রমিক। মুজাফরনগর জেলার হাইওয়েতে উত্তরপ্রদেশের সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁদের। আহত হয়েছেন আরও ২ জন। জানা গিয়েছে, লকডাউনের মধ্যেই এই পরিযায়ী শ্রমিকরা পঞ্জাব থেকে হেঁটে বিহারের গোপালগঞ্জে নিজেদের বাড়ি ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, বাসে কোনও যাত্রী ছিলেন না। দুর্ঘটনার পরই পালিয়েছে বাস চালক।

Related Articles

Back to top button
Close