ভাঙড়ে আবারও করোনা আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক, ভাঙড়: এবার ভাঙড়ের নওয়াবাদ গ্রামে আরেক ব্যক্তির দেহে করোনা সংক্রমণের নমুনা পাওয়া গেল। ওই ব্যক্তি আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বছর ৪৮ এর ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছেন।সম্প্রতি তাঁর যক্ষা রগ ধরা পড়েছিল। সেজন্য তিনি আর জি কর হাসাপাতালের বহিঃবিভাগে দেখাচ্ছিলেন।গত ১ জুন ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে তিনি আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। সেখানে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করার সময় তাঁর কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসে।
পরিবারের দাবি, আর জি কর থেকেই ওই ভদ্রলোকের সংক্রমন ছড়ায়।খবর পাওয়ার পরই ভাঙড় ২ ব্লক প্রশাসন ও জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক আক্রান্তের বাড়িতে যান।তারা পরিবারের পাঁচ সদস্যকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন।এই ঘটনার পরই আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়